Image description

দিনাজপুরের ঘোড়াঘাটে পৌর বিএনপির আয়োজনে ব্যবসায়ী সমিতি, সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৯ অক্টোবর) সকালে ঘোড়াঘাট পৌর এলাকার রাজিয়া চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা ডা: এজেডএম জাহিদ হোসেন। 

তিনি বলেন, বিএনপি সর্বদা সকল ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে। একটি শান্তিপূর্ণ, ন্যায্য ও সমানাধিকারভিত্তিক সমাজ গড়াই আমাদের লক্ষ্য। দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সনাতন ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।