
বরিশালে পাওনা টাকা চাওয়ায় মারধর ও খুন জখমের হুমকি দেয়ায় এক আইনজীবীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন একজন বিচারপ্রার্থী।
রবিবার (১৯ অক্টোবর) সকালে বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর বরাবর এ অভিযোগ দেন বিচারপ্রার্থীর মো. মনোয়ার হোসেন। সে বাকেরগঞ্জ উপজেলার বলইকাঠি গ্রামের বাসিন্দা।
লিখিত অভিযোগে ওই বিচারপ্রার্থী মো. মনোয়ার হোসেন উল্লেখ করেন, অভিযুক্ত আইনজীবী জাকির হোসেনের মক্কেল মজিবুর রহমানের কাছে এক লাখ টাকা পান। তিনি ওই মামলার সমাধানের জন্য ওই মজিবুর রহমানের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে মাত্র ৩০ হাজার দেন মনোয়ার হোসেন কে। বাকি বিশ হাজার টাকা চাইলে ১৯ অক্টোবর দেয়ার কথা জানান।
আজ রবিবার (১৯ অক্টোবর) বরিশাল জেলা আইনজীবী সমিতির মূল ভবনের সামনে দাঁড়িয়ে পাওনা টাকা চাইলে আইনজীবী জাকির হোসেনের লোকজন নিয়ে মনোয়ার হোসেনকে মারধর করেন। এ সময় পাওনা ২০ হাজার টাকা না দিয়ে উল্টো তাকে মারধর ও খুন জখমের ভয়ভীতি দেখান ওই আইনজীবী জাকির হোসেন।
পরে আর্থিক প্রতারণার বিষয়টি বুঝতে পেরে জেলা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দেন মনোয়ার হোসেন।
এ বিষয়ে অভিযুক্ত এডভোকেট জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "শুধু অভিযোগ দিছে কেন। মামলাও করতে বলেন, বলে ফোন কেটে দেন।''
এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সম্পাদক মির্জা রিয়াজ হোসেন বলেন, “আমরা অভিযোগপত্রটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রমাণিত হলে সংগঠনের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে মনোয়ার হোসেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
Comments