
কুষ্টিয়ায় জাল টাকাসহ মোঃ সবুজ হোসেন (২৪) নামে একজনকে আটক করেছে র্যাব। শনিবার (১৮ অক্টোব) রাত ১০টার দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী উপেেজলার দবির মোল্লার রেলগেট হতে তাকে আটক করা হয়।
আটককৃত সবুজ হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার আমবাড়ীয়া পশ্চিমপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।
র্যাব জানায়, ফকির লালন সাইয়ের তিরোধান দিবস উপলক্ষে শনিবার রাতে কুমারখালী উপেেজলার দবির মোল্লার রেলগেটে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্ট চলাকালিন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল রাত ১০টার সময় দবির মোল্লার গেট হতে লালন আখড়াগামী পাকা রাস্তার উপর হতে জাল ২১ হাজার ৫০০শত টাকাসহ মোঃ সবুজ হোসেনকে আটক করে। পরে তাকে কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত ব্যাক্তি এই জাল টাকা লালন মেলায় ব্যবহার করার উদ্দেশ্যে জন্য যাচ্ছিল বলে র্যাব জানিয়েছে।
Comments