Image description

টঙ্গিবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান খান-এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন, মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মোল্লা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বিদায়ী কর্মকর্তা মো. শাহজাহানের কর্মনিষ্ঠা, সততা ও আন্তরিকতার প্রশংসা করেন। তাঁরা বলেন, টঙ্গিবাড়ীতে দায়িত্ব পালনকালে তিনি যুব সমাজের আত্মকর্মসংস্থান ও প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক উপহার তুলে দেন অতিথিরা। পরে তাঁর দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।