Image description

গাজীপুরের কাপাসিয়ায় ক্ষেতের কচুরিপানা নদীতে ফেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় স্রোতে ভেসে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক নারী বিকেল পর্যন্ত নিখোঁজ রয়েছেন এবং অপর একজন নারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের নায়েবের বাড়ি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে বলে আড়ালিয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল মামুন নিশ্চিত করেছেন।

আড়ালিয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল মামুন জানান, রোববার সকালে খিরাটি গ্রামের লিপি আক্তার, বিলকিস বেগম, দীনা সুলতানা, সালমা বেগম ও কচি বেগম নারী বাড়ির পাশের ক্ষেতের উপর জমে থাকা কচুরিপানা পরিষ্কার করতে নেমেছিলেন। ক্ষেতের পাশ দিয়ে বয়ে যাওয়া বানার নদীতে কচুরিপানা নামিয়ে দেওয়ার সময় অসাবধানতাবশত তারা নদীর প্রবল  স্রোতে ভেসে যান। 

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা লিপি আক্তার, দীনা সুলতানা, সালমা বেগম এবং কচি বেগমকে উদ্ধার করে পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী মনোহরদী এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন, বাকীরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন।

এদিকে, নিখোঁজ নারীর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এবং স্থানীয় এলাকাবাসী সম্মিলিতভাবে উদ্ধার কাজ চালিয়ে দ্বিতীয় নারীর মরদেহ উদ্ধার করেছে। এলাকায় এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।