Image description

নানা আপত্তি আর বাধা কাটিয়ে অবশেষে অনুমতি পেলে মাদারীপুরের কালকিনির ভুরঘাটা কুন্ডুবাড়ি মেলা। রোববার দুপুরে দুইদিনের জন্য মেলার অনুমতি দেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। প্রতিবছর ৫দিন হলেও এবার দুইদিন হবে কুন্ডুবাড়ি মেলা। গতবছর মেলা অনুষ্ঠিত হয় তিনদিন। এর আগে কখনই দুইদিন মেলা অনুষ্ঠিত হয়নি বলে জানা গেছে। 

জানা যায়, প্রতিবছর মেলায় অশ্লিলতা, চাঁদাবাজি, মাদক, জুয়াসহ একাধিক অভিযোগ এনে গত ১৬ অক্টোবর কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেন আলেম সমাজ। পরে এটি নিয়ে শুরু উপজেলা ও জেলাজুড়ে আলোচনা-সমলোচনা। শেষমেষ কমিটির আবেদনের পেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে মেলার অনুমতি দেয়া হয়। এ বছর আগামী ২১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুইদিন চলবে এই মেলা।

প্রশাসন সূত্র বলছে, মেলার সার্বিক নিরাপত্তার বিবেচনায় ১৫টি বিধিনিষেধ করা হয়েছে। এরমধ্যে  আসামাজিক কর্মকান্ড বন্ধ, জুয়া-মাদক নিষেধ, উচ্চস্বরে শব্দযন্ত্র পরিহার, অবৈধ পণ্য ক্রয়-বিক্রয় বন্ধ, ঢাকা-বরিশাল মহাসড়কের উপর দোকানপাট বসানো যাবে না, রাত ১১টার পর মেলায় দর্শনার্থী প্রবেশ নিষেধাজ্ঞা ও উস্কানিমূলক বক্তব্য পরিহার করতে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে।

কালকিনির ভুরঘাটা কুন্ডুবাড়ি কালি মন্দিরের সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার কুন্ডু জানান, ‘জেলা প্রশাসনের কাছে মেলার অনুমতি চাওয়া হয়েছে। পরে প্রশাসন নানান দিক বিবেচনা করে দুইদিনের অনুমতি দিয়েছেন। এক সময়ে মেলা ৫-৭দিন অনুষ্ঠিত হতো। মেলার সময়সীমা বাড়ানো হলে ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের উপকার হয়। এই পুরনো মেলাকে ঘিরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয়রা বেশ সহযোগিতা করেন। সবকিছু মিলেয়ে প্রতিবছর কুন্ডুবাড়ি মেলা মিলন মেলায় পরিনত হয়।’

মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন জানান, ‘মেলা বন্ধ নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেসব অভিযোগে মেলা বন্ধের দাবি জানানো হয়েছিল, সেইসব কর্মকান্ড মেলায় কখনই করতে দেয়া হবে না। মেলা ও মন্দির কমিটি, সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে মেলা সুন্দরভাবে পরিচালিত হবে। মেলায় আগত দোকানী, দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তায় কাজ করবে প্রশাসন।’