
৩৮ বছর ২৯৯ দিন বয়সে পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হলো আসিফ আফ্রিদির। সাধারণত এই বয়সে বেশির ভাগ খেলোয়াড়ই অবসর নেন। তবে এই বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট কেবল শুরু করছেন পাকিস্তানের এই বাঁহাতি স্পিনার।
সোমবার (২০ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের একাদশে জায়গা পেয়েছেন আসিফ আফ্রিদি। এতে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বয়সী টেস্ট অভিষিক্ত ক্রিকেটার হয়ে গেলেন তিনি। তার চেয়ে বেশি বয়সে টেস্ট খেলেছেন কেবল মিরান বখশ (৪৭ বছর ২৮৪ দিন) এবং আমির ইলাহি (৪৪ বছর ৪৫ দিন)।
পাকিস্তানের ২৬০তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে আসিফ আফ্রিদির
তবে গত ৭০ বছরে আসিফ আফ্রিদির চেয়ে পাকিস্তানের আর কোনো ক্রিকেটারের এত বেশি বয়সে টেস্টে অভিষেক হয়নি। পাকিস্তানের ২৬০তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো তার। আর সেই ঐতিহাসিক টেস্ট ক্যাপটি আসিফের মাথায় পরিয়ে দেন পেসার শাহিন শাহ আফ্রিদি।
১৯৫৫ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে লাহোরে অভিষেক হয় মিরান বখশের। আর ১৯৫২ সালে পাকিস্তানের হয়ে নিজের প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন আমির এলাহি। এর আগে ১৯৪৭ সালে ভারতের জার্সিতে টেস্ট খেলেছিলেন আমির।
দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে আসছিলেন আসিফ। ২০০৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে ৫৭ ম্যাচে ১৯৮টি উইকেট শিকার করেছেন তিনি। এর মধ্যে ১৩ বার ইনিংসে পাঁচ উইকেট এবং দুইবার ম্যাচে দশ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তার।
Comments