Image description

জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা না দিতে এনসিপিকে পরামর্শ দিয়ে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, গণঅভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন দল, জামায়াতের সাথে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না।’

সোমবার বিকালে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ছাত্র-যুব সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

কুঁজো একটি বুড়োর গল্পের অবতারণা করে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘লাঠি ভর দিয়ে হাঁটা একটি কুঁজো বুড়ো তার এভাবে হাঁটার কারণ সম্পর্কে একটি যুবক ছেলের প্রশ্নের উত্তরে বলেন, আরে বাবা, আগে এ পর্যন্ত আসো।’

তিনি আরও বলেন, ‘সংস্কার প্রশ্নে আমরা আন্তরিক বলেই ৬টি সংস্কার কমিশনে জামায়াতই লিখিত পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে।’

নতুন দল এনসিপিকে সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘তাদেরকে কেউ দাম দেয় না। তারা ভেবেছে, আমাদের সমালোচনা করলে আমরা যদি তাদের মূল্যায়ন করি। কিন্তু আমরা তাদের অত মূল্যায়ন করি না।’