Image description

তরুণদের মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে বরিশালের উজিরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলা ক্রীড়া অফিসারের কার্যালয় থেকে বরাদ্দকৃত এসব ক্রীড়া সামগ্রী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

এসময় উপস্থিত ছিলেন সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল লতিফ মোল্লা, রূপায়ণ সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক ও উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহফুজুর রহমান মাসুম, সরকারি শিকারপুর শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মাহবুব ইসলাম ধনু, শিকারপুর ইউনিয়ন যুবদলের নেতা মো. মহসিন হাওলাদার এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রায়হান শরীফ রুমি প্রমুখ।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইউএনও আলী সুজা বলেন,
“আজকের তরুণই আগামী দিনের যুবশক্তি। তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তরুণরা যদি মাঠে ফিরে আসে, তবে সমাজ থেকে মাদক নামক অভিশাপ দূর করা সম্ভব।”

তিনি সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে তরুণদের ক্রীড়া ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।