২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে এসেছে অভিযানের ফলাফল। গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ১ হাজার ৬৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
এ সময় পরিচালিত ৩ হাজার ৫৩১টি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ৮ হাজার ৮৩৫ কেজি ইলিশ মাছ এবং ১ লাখ ৩৮ হাজার ৫৯৯ মিটার অবৈধ জাল জব্দ করে।
অভিযানে ১ হাজার ৩৬৩টি মামলা দায়ের করা হয় এবং ৮৯৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অভিযানে ৪০ হাজার ৩৩৮ টাকা জরিমানা আদায় করা হয়।
বরিশাল বিভাগে সবচেয়ে বেশি মামলা হয়েছে তালতলী উপজেলায়, আর সবচেয়ে বেশি অভিযান পরিচালিত হয়েছে বরিশালের হিজলা উপজেলায়।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, “ইলিশ রক্ষা অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী সম্মিলিতভাবে কাজ করেছে। জেলেরা যেন আগামীতে নিষেধাজ্ঞা অমান্য না করে, সে জন্য সচেতনতামূলক কর্মসূচিও চালানো হয়েছে।”
তিনি আরও বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে এই অভিযান আমাদের জাতীয় সম্পদ সংরক্ষণের অংশ। ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় থাকবে।”




Comments