Image description

গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মো. আল আমিন সরদারসহ ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার (২৬ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সাংবাদিকদের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সদ্য পদত্যাগ করা সভাপতি মো. আল আমিন সরদার এ তথ্য নিশ্চিত করেন। পদত্যাগকারী নেতারা বিভাগীয় উপকমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ এনেছেন। তাদের দাবি, নতুন কমিটি গঠনে দলের মূলনীতি, যোগ্যতা এবং মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা বিবেচনা করা হয়নি। অনেক নিবেদিতপ্রাণ নেতাকর্মীকে বঞ্চিত করে ব্যক্তিগত স্বার্থ ও পক্ষপাতের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।

আল আমিন সরদার গণমাধ্যমকে জানান, সদ্য ঘোষিত ৬৩ সদস্যবিশিষ্ট জেলা কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের পদ দেওয়া হয়েছে, যা মূল নেতাকর্মীদের অবমূল্যায়ন করেছে। এর ফলে নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। গত ২৪ অক্টোবর গোপালগঞ্জ জেলা শাখার এই ৬৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় কমিটি।