জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে ঢাকার ধামরাইয়ে ' নো হেলমেট নো ফুয়েল' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাসব্যাপী সচেতনামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে ধামরাই ঢুলিভিটা এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে 'কে এন্ড কিউ বাংলাদেশ' নামে সিএনজি পাম্পে এ কর্মসূচি পালন করা হয়।
নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার সভাপতি এম নাহিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে প্রত্যেক চালককে হেলমেট পরিধান করতে হবে। যদি হেলমেট না থাকে তাদের কোন ফুয়েল দেওয়া হবে না। তিনি হেলমেট, সিটবেল এর গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার হাইওয়ে থানার (ওসি) ছালেহ্ আহমেদ, সংগঠনের সহ-সভাপতি নজরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন, চালক, স্থানীয় বাসিন্দা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের ধামরাই উপজেলার সদস্যবৃন্দ।




Comments