লালপুরে ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে নানা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে ফিল্ম, ছাত্রীদের জন্য ৪২ টি বাইসাইকেল, ১৫২ শিক্ষা প্রতিষ্ঠানে ফার্স্ট এইড বক্স, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও মহিলাদের মাঝে ১৫ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর অফিসের ডিজিএম রেজাউল করিম, একাডেমিক সুপারভাইজার সাদ আহমদ শিবলী প্রমুখ।




Comments