শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের নির্বাচন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে ৭১৫ ভোট পেয়ে রাকিবুল ইসলাম জুবায়ের বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম রাতুল পেয়েছেন ৫৬৫ ভোট। এছাড়া মাকসুদুর রহমান ৭ ভোট, জাহিদুল ইসলাম ৩০৫ ভোট ও ওয়ালিউল ইসলাম তামিম ৪২৪ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে ১ হাজার ৬৪ ভোট পেয়ে ওয়ালিদ বিন সালাউদ্দিন নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হাসিবুল হোসেন শান্ত ৮০৭ ভোট, ফাহামিদা আক্তার জুই ১১৬ ভোট এবং জান্নাতুল নাইম ১৭ ভোট পেয়েছেন।
নির্বাচনে প্রায় আড়াই হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে গণনা সম্পন্ন হলে রিটার্নিং কর্মকর্তা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এ সময় নির্বাচনী কেন্দ্রে সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল লক্ষণীয়।




Comments