Image description

ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) ভোরে চন্দ্রপাড়া পাক দরবার প্রাঙ্গণে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গদিনশীন পীর মাওলানা শাহ্ ছুফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মুজাদ্দেদী আল-ওয়াইসী এই অনুদানের চেক বিতরণ করেন।

একই অনুষ্ঠানে তিনি দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হযরত মাওলানা শাহ্ ছুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ্ চন্দ্রপুরী নকশবন্দী মুজাদ্দেদী (রহ.)-এর বার্ষিক ওরস আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।

অনুষ্ঠান শেষে দরবার শরীফের পীরের রওজা মোবারক জিয়ারত করে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাত করা হয়। এরপর ওরস উপলক্ষে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।