পেকুয়ায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
কক্সবাজারের পেকুয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২নভেম্বর) দুপুর আড়াইটার উপজেলার টৈটং ইউনিয়নে কইড়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুই সহোদর হাসান ও নুরী ওই এলাকার মোহাম্মদ আমিনের সন্তান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি সদস্য মো. রুকুন উদ্দিন।
তিনি জানান, টৈটং বনকানন থেকে কইড়ার পাড়া খালু জাকের হোসেনের বাড়িতে মাসহ নুরী ও হাসান বেড়াতে আসেন। পরিবারের সবার অগোচরে বাড়ির পুকুরে পড়ে ভাই-বোন মারা যায়।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল মোস্তফা জানান, এমন ঘটনা খুবই মর্মান্তিক। শিশুদের ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে। মর্মান্তিক দুর্ঘটনা এড়ানোর জন্য সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।




Comments