Image description

দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে আবারও দলে ফিরেছেন তিনি, এবং ফিরেই নিজের রেকর্ডগুলো পুনরুদ্ধার করতে শুরু করেছেন।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১১ রান করে বাবর আজম রোহিত শর্মাকে টপকে টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহকের মুকুট মাথায় পরেন। এবার তৃতীয় ও শেষ ম্যাচে আরেক ভারতীয় তারকা বিরাট কোহলিকেও পেছনে ফেলেছেন এই পাকিস্তানি ব্যাটার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি করার রেকর্ডটাও এখন বাবরের দখলে।

শনিবার রাতে সিরিজ নির্ধারণী ম্যাচে বাবরের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৬৮ রানের ঝলমলে ইনিংস। এটি ছিল তার ৪০তম অর্ধশতক। তার ৯টি চারের এই ইনিংসই পাকিস্তানকে লক্ষ্য তাড়া করার ভিত গড়ে দিয়েছে।

দ্রুত কয়েকটি উইকেট হারানোর পরও শেষ দিকে অধিনায়ক সালমান আলী আগার ২৬ বলে ৩৩ রানের ওপর ভর করে সিরিজ নিশ্চিত করে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে ২–১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাবর আজমের দল। আর ফরম্যাটটিতে সবচেয়ে বেশি অর্ধশতকের মালিক এখন বাবর।

টি–টোয়েন্টিতে সর্বাধিক ফিফটি

১. বাবর আজম (পাকিস্তান) – ৪০
২. বিরাট কোহলি (ভারত) – ৩৯
৩. রোহিত শর্মা (ভারত) – ৩৭
৪. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) – ৩১
৫. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ২৯
৬. জস বাটলার (ইংল্যান্ড) – ২৯