Image description

চুনারুঘাট ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তে পৃথক কয়েকটি অভিযান চালিয়ে বিজিবি প্রায় ১ কোটি টাকার ভারতীয় গাঁজা, মদ, বিয়ার, জিরা, ফুচকা, বাসমতি চাল, বিভিন্ন প্রকার বিস্কুট ও মোটরসাইকেল জব্দ করেছে। সোমবার সকালে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানিয়েছে, রবিবার (২ নভেম্বর) রাতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি-তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় তল্লাশী করে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি ট্রাক আটক করা হয়। যার মূল্য ৬৪ লক্ষ ২৫ হাজার টাকা।

এছাড়া এই স্থানেই আরও দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা, বিস্কুট, কম্বলসহ একটি পিকআপ আটক হয়েছে। যার মূল্য ৩১ লক্ষ ২৯ হাজার ৮৪০ টাকা।

অপরদিকে সোমবার (৩ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট এলাকায় অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বাসমতি চালসহ ৪টি বাইসাইকেল আটক করা হয়। এর মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। এর ধারাবাহিকতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানকৃত পণ্য জব্দ করেছে ৫৫ বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন।’

জব্দকৃত সকল মালামাল ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন তিনি।