Image description

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন। সোমবার (৩ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।

তিনবারের সাবেক সংসদ সদস্য মিলন ১৯৯৬ সালে প্রথমবার সংসদ নির্বাচনে জয়ী হন। পরবর্তী সময়ে ২০০১ সালে বিএনপির মনোনয়ন নিয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের শাসনের সময়ে তিনি জেলা ও উপজেলা পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং একাধিক মামলার শিকার হয়েছেন।

স্থানীয় নেতারা মনে করছেন, নিজের উপজেলা ও জেলা, এমনকি বিভাগীয় পর্যায়ে সক্রিয় রাজনৈতিক ভূমিকা এবং দলীয় কার্যক্রমে আস্থা রাখার কারণে মিলনকে বিএনপি মনোনয়ন দিয়েছে। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।