বসবাসের অনুমতি না থাকায় চলতি বছরে ১২০ জনের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি। সোমবার রাতে ঢাকার ইতালি দূতাবাসের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ৩১শে অক্টোবর বসবাসের অনুমতি না থাকায় ৪ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ইতালি। তাদের মধ্যে ২ জন এক মাস আগে লিবিয়া থেকে ভিসা ছাড়াই ইতালি এসেছিলেন। অবৈধ অভিবাসন মোকাবিলায় প্রতিশ্রুতির কাঠামোর আওতায় ২০২৫ সালে ইতিমধ্যেই ১২০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। দালালদের টাকা দিয়ে সঠিক ভিসা ছাড়া অথবা জাল ভিসা নিয়ে ইতালিতে প্রবেশ করা অবৈধ এবং এর ফলে তাৎক্ষণিক প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।
এর আগে গত সেপ্টেম্বরে দূতাবাস জানিয়েছিল, ১৭ জন বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। মানবধিকারের প্রতি পূর্ণ সম্মান এবং ইউরোপীয় প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রেখে প্রত্যাবাসন করা হয়েছে। ইউরোপের সীমান্তরক্ষী এফআরওএনআরইএক্স এর সহযোগিতায় সবচেয়ে বড় গ্রুপটিকে ফেরত পাঠিয়েছে তারা।
বাংলাদেশিদের মধ্যে কয়েকজন চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে লিবিয়া দিয়ে ইতালিতে প্রবেশ করেছিলেন। তাদেরকে দ্রুততর সময়ের মধ্যেই নিজ দেশে ফেরত পাঠানোয় ইতালিয়ান বর্ডার সিস্টেমকে ধন্যবাদ জানিয়েছে ঢাকার দূতাবাস। উপযুক্ত ভিসা ছাড়া যারা ইতালিতে প্রবেশের কথা বিবেচনা করছেন, এ প্রত্যাবাসন তাদের জন্য একটি কঠোর বার্তা।
                



               
Comments