নেপালে হিমালয়ের একটি শৃঙ্গে তুষার ধসের ঘটনায় সাত আরোহী প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে পাঁচজন বিদেশি ও দুজন নেপালের নাগরিক।
পর্বত অভিযান পরিচালনাকারী সংস্থা ‘সেভেন সামিট ট্রেকস’ এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে নেপালের দোলাখা জেলায় ইয়ালুংরি বেস ক্যাম্পের কাছে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন ইতালির, একজন করে কানাডা, জার্মানি ও ফ্রান্সের নাগরিক। দুই নেপালি তাদের গাইড হিসেবে ছিলেন।
উদ্ধারকর্মীরা ইতোমধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছেন। বাকি পাঁচজনের দেহ খোঁজা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তারা তুষারের নিচে চাপা পড়েছেন। দুর্ঘটনার সময় আহত আটজন রাজধানী কাঠমান্ডুতে চিকিৎসাধীন।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি নেপালি জানিয়েছে, আরোহীদের পর্বত অভিযান শুরুর এক ঘণ্টার মাথায় তুষার ধসের ঘটনা ঘটে। সেভেন সামিট ট্রেকসের চেয়ারম্যান মিংমা শেরপা জানান, বাকি পাঁচজনের দেহ তুষারের ১০-১৫ ফুট গভীরে চাপা পড়তে পারে। তাদের খুঁজে বের করতে সময় লাগবে।
দ্য কাঠমান্ডু পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে উদ্ধার হওয়া এক ব্যক্তি জানিয়েছেন, উদ্ধারকাজ দ্রুত শুরু করা গেলে আরও কয়েকজনকে বাঁচানো যেত। দুর্ঘটনার সময় তারা বারবার সাহায্যের আবেদন করেন। কিন্তু সাড়া পাননি।
নেপালি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কয়েকজনের একটি দল হিমালয়ের দোলমা খাং শৃঙ্গে আরোহণের প্রস্তুতি নিচ্ছিল। এটির উচ্চতা ৬ হাজার ৩৩২ মিটার।




Comments