Image description

পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সিলিন্ডার এবং এসি প্ল্যান্টে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে রাজধানী ইসলামাবাদে এই বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন।

ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভির বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, প্রধান বিস্ফোরণটি সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্টে অবস্থিত একটি ক্যান্টিনে ঘটেছে। বিস্ফোরণের সময় ক্যান্টিনের সংলগ্ন সুপ্রিম কোর্টের সেন্ট্রাল এসি সিস্টেমের প্ল্যান্টে মেরামতের কাজ চলছিল।

সিলিন্ডার বিস্ফোরণের ধাক্কা এবং এর ফলে সৃষ্ট আগুনে সেই প্ল্যান্টেও বিস্ফোরণ ঘটে।