Image description

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন পাটওয়ারী মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার বিএনপি তাদের ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করে। এই তালিকা অনুযায়ী, খালেদা জিয়া ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপির প্রার্থী ঘোষণার একদিন পরই এনসিপি এই সিদ্ধান্তের কথা জানাল, যা রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মঙ্গলবার জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মোট ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে। এই সপ্তাহের মধ্যেই প্রায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে তিনি জানান। এই সিদ্ধান্তের মাধ্যমে এনসিপি একদিকে খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করছে, অন্যদিকে নিজেদের নির্বাচনী প্রস্তুতির জানান দিচ্ছে।