Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও, সেই তালিকায় জায়গা হয়নি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার। তবে রুমিন ফারহানা জানিয়েছেন, তার মনোনয়ন আপাতত 'হোল্ড অন' অবস্থায় আছে।

সোমবার (৩ নভেম্বর) রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের টক-শোতে অংশ নিয়ে তিনি এ কথা জানান। রুমিন ফারহানা বলেন, "আমার মনোনয়ন আপাতত 'অন হোল্ড' অবস্থায় রয়েছে।" তিনি ব্যাখ্যা করেন, বিএনপির দীর্ঘদিনের সহযোগী দলগুলোর সঙ্গে জোটগত সমঝোতার কারণে ৬৩টি আসন এখনও ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে।

রুমিন ফারহানা উল্লেখ করেন, "গত ১২ থেকে ১৫ বছর ধরে সুখে-দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল, তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা চলছে। তাই এখনও কিছু আসন ঝুলে আছে।" তিনি আরও জানান যে দল 'উইনেবল' (বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে এমন) প্রার্থী খুঁজে দেখছে এবং সেই বিবেচনার ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে।

দলের কিছু কর্মী মনোনয়ন না পেয়ে রাস্তায় বিক্ষোভ ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছেন—এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, "বড় দলে প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি থাকে। অনেক আসনে ১০ থেকে ১২ জন করে প্রার্থী থাকায় চূড়ান্ত নির্বাচন কঠিন।"

তিনি জোর দিয়ে বলেন, "প্রকাশিত তালিকাটি এখনও প্রাথমিক পর্যায়ের। সময়ের সঙ্গে এই তালিকায় পরিবর্তন আসতে পারে। কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন। তাই এই তালিকাকে চূড়ান্ত হিসেবে দেখা উচিত নয়।"

উল্লেখ্য, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী।