Image description

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা শহরেই আক্রান্তের সংখ্যা সর্বাধিক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৪১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ২০৮ জন, বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, খুলনা বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে তিনজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, গত একদিনে সারা দেশে ১০৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭০ হাজার ৫২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৩ হাজার ৯২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৯২ জনের মৃত্যু হয়েছে।