Image description

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১০ নভেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ এ আদেশ দেওয়া হয়। প্রসিকিউশনের পক্ষে সময় চেয়ে আবেদনের পরে তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।

এ প্রসঙ্গে কনস্টেবল সুজনের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, সাক্ষী না আসার অর্থ হলো এটা প্রসিকিউশনের ব্যর্থতা। 

এর আগে, গত ১৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণের কথা ছিল। তবে সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন। এজন্য সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর মঈনুল করিম। 

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন হয়, সেই আন্দোলনে শহীদ হন রংপুরের আবু সাঈদ। তার মৃত্যুতে আন্দোলন নতুন মোড় নেয়। এক পর্যায়ে ৫ আগস্ট পতন হয় সরকারের।