Image description

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের তিন দিন পর খাল থেকে ভাসমান অবস্থায় শত বছর বয়সী বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম আব্দুর রশিদ হাওলাদার (১০২)। তিনি ধুলিয়া ইউনিয়নের ব্রিজের ঢাল এলাকার মৃত আইনউদ্দিন হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে কালিশুরী ইউনিয়নের কুমারখালি এলাকার খাল থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করা হয়। 

এর আগে গত রবিবার (২ নভেম্বর) সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে আব্দুর রশিদ হাওলাদার তার ছোট ছেলে জাকির হোসেনের বাড়ি থেকে বের হন, এরপর আর  বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। তবে নিখোঁজের বিষয়টি তারা পুলিশকে জানায়নি। 

মঙ্গলবার সন্ধ্যায় তার লাশ উদ্ধারের পর রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আকতারুজ্জামান সরকার বলেন, “রবিবার নিখোঁজের বিষয় কিংবা আজ মরদেহ উদ্ধারের ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। তিনি অতিরিক্ত বয়সজনিত কারণে মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক ছিলেন। সুরতহাল প্রতিবেদনে কোনো সন্দেহজনক বিষয় পাওয়া যায়নি। তাই পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।