আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকীতে ইংল্যান্ডে দোয়া মাহফিল
আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ইংল্যান্ডের ম্যানচেস্টার শাহজালাল ইসলামিক সেন্টারে প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশন ইউকে আয়োজনে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশন (ইউকে)র চেয়ারম্যান আবদুস সবুর, গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির চেয়ারম্যান মহিউদ্দিন হোসাইন, গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি ও আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশন ইউকে'র সেক্রেটারী ইব্রাহিম খলিল ইবু, শাহজালাল মসজিদ পরিচালনা কমিটির চেয়ারম্যান আনসার উদ্দিন, সেক্রেটারী জাফর আহমেদ, চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, ড. নুরুল হাসান, ফখরুল ইসলাম, মোহাম্মদ মুছা, মো. মহি উদ্দিন প্রমুখ।
দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি খাইরুল হুদা।
উল্লেখ্য, ১৯৪৫ সালে আনোয়ারার হাইলধর গ্রামে জন্মগ্রহণ করেন আখতারুজ্জামান চৌধুরী বাবু। তিনি ১৯৫৮ সালে দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য নির্বাচিত হন। ১৯৬৭ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি আনোয়ারা ও পশ্চিম পটিয়া থেকে প্রাদেশিক পরিষদ সদস্য হন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। ২০১২ সালের ৪ নভেম্বর বর্ষীয়ান এই রাজনীতিক মারা যান। তাঁর মৃত্যুর পর জ্যৈষ্ঠ ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ একই আসন থেকে সাংসদ নির্বাচিত হন।




Comments