Image description

ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামানের সার্বিক নির্দেশনায় বুধবার (৫ নভেম্বর, ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার ও কুঞ্জেরহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিত চন্দ্র দাস।

অভিযানে দেখা যায়, কয়েকজন ব্যক্তি অবৈধভাবে রাস্তা, ব্রিজ ও ফুটপাত দখল করে দোকান স্থাপন করেছেন এবং ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন যত্রতত্র পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছেন। এই অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ২১,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মো. আজিজ, মো. হাফেজ, মো. রফিকুল ইসলাম, মো. রিয়াজ এবং মো. বিল্লাল। তারা সবাই বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ভোলা-চরফ্যাশন মহাসড়ক সংলগ্ন এলাকায় কেউ যেন রাস্তা ও ফুটপাত দখল করে দোকান স্থাপন বা অটোরিকশাসহ অন্যান্য গাড়ি পার্কিং না করে, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, বোরহানউদ্দিন থানা পুলিশ, টবগী ও কাচিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।