ছাগলনাইয়ায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও শাড়ি উদ্ধার
ফেনীর ছাগলনাইয়ায় যৌথবাহিনীর পৃথক অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, এবং ১৪০টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর, ২০২৫) গভীর রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ কুহুমা গ্রামের জরিফ আলী হাজী বাড়ির মৃত আবদুল জব্বারের ছেলে মো. আলী আশরাফ (৪৫)-কে ১টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিনসহ তার নিজ বসতঘর থেকে আটক করা হয়।
অপর একটি অভিযানে মঙ্গলবার (৪ নভেম্বর, ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামের জনৈক রাজ্জাকের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ১৪০টি ভারতীয় শাড়িসহ মো. আবদুল হান্নান (২৫)-কে আটক করা হয়। আটক হান্নান উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।
ছাগলনাইয়া থানা পুলিশের উপপরিদর্শক মো. হাবিব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, যৌথবাহিনীর হাতে আটক দুই আসামিকে থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।




Comments