Image description

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুনে ২৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর, ২০২৫) রাত অনুমানিক ১২টার দিকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতের কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়রা আক্ষেপ করে জানান, মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা আগুন লাগার পর নিভানোর চেষ্টা শুরু করলেও শেষ পর্যন্ত দোকানগুলো রক্ষা করা যায়নি। পরে মহালছড়ি সেনাবাহিনীকে খবর দেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর খাগড়াছড়ি জেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বুধবার (৫ নভেম্বর, ২০২৫) ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বুধবার সকাল ১০টার দিকে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।