বরগুনার পাথরঘাটায় গার্মেন্টস ব্যবসায়ী শাহ আলম চৌধুরী ও তার দুই ছেলে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। মুখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে তাদের এলোপাতাড়ি মারধর করা হয় এবং সঙ্গে থাকা দুই দোকানের বিক্রির নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার আনুমানিক রাত ১১টার পরে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা ও বটতলার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—পাথরঘাটা বাজারের গার্মেন্টস ব্যবসায়ী শাহ আলম চৌধুরী (৫৫), তার ছেলে রাজিব চৌধুরী (৩০) ও সজিব চৌধুরী (২৬)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে শাহ আলম ও রাজিবকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহত রাজিব চৌধুরী জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও তারা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। “বাজার থেকে বেরিয়ে আমড়াতলার দিকে গেলে পিছন থেকে একটি মোটরসাইকেল এসে আমাদের সামনে গিয়ে থামে। মুহূর্তেই তারা আমাদের মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। আমরা কিছু দেখতে না পেয়ে মোটরসাইকেল থেকে পড়ে যাই। তখন তারা আমাদের এলোপাতাড়ি মারধর শুরু করে,” বলেন রাজিব।
তিনি আরও জানান, “আমাদের সঙ্গে দুই দোকানের বিক্রির টাকা ছিল—একটি ব্যাগে ১ লাখ টাকার একটি বান্ডিলসহ খুচরা আরও কিছু টাকা ছিল। হামলাকারীরা সব ছিনিয়ে নিয়ে যায়। আমরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে, তখন তারা দ্রুত পালিয়ে যায়। তাদের একজনকে ধরার চেষ্টা করলে সে ধাক্কা মেরে পালিয়ে যায়, তবে তার শরীরের গেঞ্জিটি আমাদের হাতে থেকে যায়—তাতে ইংরেজিতে ‘PK’ লেখা ছিল।”
স্থানীয়রা জানান, ঘটনাস্থলটি তুলনামূলক নির্জন হওয়ায় দুর্বৃত্তরা সহজেই সুযোগ পেয়েছে। সম্প্রতি ওই এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে বলে তারা অভিযোগ করেন।
এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের উপ-পরিদর্শক বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ভুক্তভোগীদের কাছ থেকে সব স্টেটমেন্ট নেওয়া হয়েছে। ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি, এ বিষয়ে প্রয়োজনীয় সব কার্যক্রম চলমান রয়েছে।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।




Comments