Image description

খুলনার দাকোপে লাউডোব খালের ওপর ৩০ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণকাজ তিন বছরেও শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে লাপাত্তা হওয়ায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লি অবকাঠামো উন্নয়ন (কেবিএসআরআইডিপি) প্রকল্পের আওতায় বানিশান্তা ইউপি অফিস ও বানিশান্তা বাজার সড়কে লাউডোব খালের ওপর ৩০ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার ব্রিজটি নির্মাণের দায়িত্ব পায় মেসার্স ইসলাম ব্রাদার্স লিমিটেড। এতে ব্যয় ধরা হয় ২ কোটি ৬০ লাখ টাকা। একই বছরের ২০ এপ্রিল নির্মাণকাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান। ব্রিজটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ১৯ অক্টোবর। পরবর্তীতে ঠিকাদার প্রতিষ্ঠান বর্ধিত সময় বাড়িয়ে ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নেয়। তবে অল্প কিছু কাজ শেষ হওয়ার পর দীর্ঘসময় ধরে কাজ বন্ধ হয়ে আছে।

স্থানীয়দের অভিযোগ,  দীর্ঘদিন ধরে ব্রিজ নির্মাণের কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

লাউডোব ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহার মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে এখানে ব্রিজের কাজ বন্ধ হয়ে পড়ে আছে। ঠিকাদার নেই, সরকারি লোকজনেরও খোঁজ নেই। এই সেতু এখন গ্রামবাসীর কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। অসংখ্য ছাত্র-ছাত্রী, বয়োবৃদ্ধ নারী-পুরুষ ও খালের উভয় পাড়ের বাসিন্দাসহ এলাকাবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন কাজ ফেলে রাখায় ঠিকাদারের কার্যাদেশ বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে। নতুন করে টেন্ডার হয়ে আবার কাজ শুরু হবে।