চট্টগ্রামে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে মো. ইদ্রিস আলী (৩৭) নামের এক অটোরিকশা চালক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর বায়েজিদ থানাধীন কুয়াইশ চালিতাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
ইদ্রিস আলী নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচা বাজার এলাকার মৃত ইউসুফের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এক অটোরিকশাচালক গুলিবিদ্ধ চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন।’
এরআগে, বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলির ঘটনায় সরোয়ার হোসেন বাবলা (৩৫) নামে একজন নিহত হন। এ সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে এরশাদ উল্লাহ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।




Comments