Image description

রাজশাহী জেলার মোহনপুর উপজেলার এক শিক্ষার্থীর জেএসসি রেজিস্ট্রেশন কার্ডে নাম ও জন্মতারিখের ভুল তথ্যের কারণে ভবিষ্যৎ শিক্ষা-কর্মজীবনে সমস্যা দেখা দিতে পারে বলে অভিযোগ। সঠিক তথ্য সংশোধনের জন্য শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।

মোহনপুর উপজেলার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী মোঃ আরিফ হাসানের জেএসসি রেজিস্ট্রেশন কার্ডে তার নাম "মোঃ আরিফ হোসেন (MD. ARIF HOSSEN)" এবং জন্মতারিখ "২৫/০৯/২০০৭ ইং" হিসেবে ভুলভাবে লিপিবদ্ধ হয়েছে। কিন্তু সঠিক তথ্য অনুসারে তার নাম "মোঃ আরিফ হাসান (MD. ARIF HASAN)" এবং জন্মতারিখ "০১/০৯/২০০৫ ইং"। তার পিতার নাম মোঃ আজিমুদ্দিন কারিকর এবং মাতার নাম মোছাঃ তিরফুল বেগম—এই তথ্যগুলো কার্ডে সঠিকভাবে উল্লেখ আছে। 

আরিফ হাসান জানান, এই ভুলের কারণে পরবর্তীকালে শিক্ষা সনদ, চাকরির আবেদন বা অন্যান্য সরকারি কাজে বড়ো সমস্যা দেখা দিতে পারে। "এই ভুলগুলো আমার ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। দ্রুত সংশোধন না হলে আমার পড়াশোনা ব্যাহত হবে," 

তিনি বলেন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় তথ্য সংগ্রহের সময় অফিসিয়ালদের অসতর্কতা বা ডেটা এন্ট্রির ভুলের কারণে এমন অসঙ্গতি দেখা দিয়েছে। 
আরিফের পিতা মোঃ আজিমুদ্দিন কারিকর বলেন, "আমার ছেলের প্রকৃত তথ্য অনুসারে সবকিছু সংশোধন হলে আমরা অনেক উপকৃত হবো। শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন দিয়েছি এবং স্থানীয় স্কুল থেকে যাচাইকৃত সনদপত্র সংযুক্ত করেছি।" তিনি আরও জানান, এই ধরনের ভুল অনেক শিক্ষার্থীর জীবনকে প্রভাবিত করে, তাই দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।

মোহনপুর উপজেলা শিক্ষা অফিসারের মতে, এমন আবেদনগুলো নিয়মিত এসে থাকে এবং বোর্ডের নির্দেশনায় সংশোধন করা হয়। তবে প্রক্রিয়া সময়সাপেক্ষ হতে পারে। 

শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, "যাচাইকৃত প্রমাণসহ আবেদন পেলে ১৫-৩০ দিনের মধ্যে সংশোধন সম্ভব। আমরা বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখছি।"

এই ঘটনা শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল নথিপত্রের নির্ভুলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। সংশ্লিষ্টরা আশাবাদী যে, দ্রুত সংশোধনের মাধ্যমে আরিফের ভবিষ্যৎ পথচলা নিরবচ্ছিন্ন থাকবে। এমন ভুলগুলো এড়াতে অভিভাবকদের তথ্য যাচাইয়ের পরামর্শ দেওয়া হচ্ছে।