Image description

খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল হাওলাদার নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের মানিক সরদারের বালুর মাঠে এ ঘটনা ঘটে।

সোহেল ওই গ্রামের রুস্তুম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং কয়েকদিন আগে দেশে ফেরেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপসা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আ. সবুর খান

তিনি জানান, সোহেল রুটি ও দই কেনার জন্য বাড়ির বাইরে বের হয়েছিলেন। সন্ত্রাসীদের ছোড়া আটটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।