Image description

টঙ্গীর মিলগেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত সাতটি তুলার গুদাম। শনিবার দুপুর ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আব্দুল মান্নান মিয়ার মালিকানাধীন একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পাশের বাবুল মিয়া, আব্দুস সাত্তার চৌধুরী, শহীদুল ইসলাম, শাহীন ও জহিরুল ইসলামের গুদামগুলোতে। আগুনের তীব্রতায় পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘তুলা অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের সহযোগিতায় আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’ এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গাজীপুরের নতুন ৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন, ফায়ার সার্ভিসের কার্যক্রম তদারকি করেন এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করেন।

ড. হাফিজুর রহমান বলেন, ‘দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতা ও ঈমানের পরিচয়। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে, যা সামাজিক বন্ধনের উজ্জ্বল দৃষ্টান্ত।’ তিনি ফায়ার সার্ভিসের আধুনিকায়ন, দখলকৃত পুকুর উদ্ধার করে পানির উৎস তৈরি এবং প্রশাসনের সচেতন ভূমিকার ওপর জোর দেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতি গুদামে লাখ লাখ টাকার তুলা মজুত ছিল, যা সম্পূর্ণ পুড়ে গেছে। তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন। এলাকাবাসী ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে স্থায়ী অগ্নিনিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।