রংপুরের তারাগঞ্জে ইজিবাইক ও অটোভ্যানের সংঘর্ষে মাহাতাব (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের ধোলাই ঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাহাতাব সয়ার ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, মাহাতাব উদ্দিন অটোভ্যানে করে তারাগঞ্জ থেকে লালদীঘির উদ্দেশে যাচ্ছিলেন। পথে সয়ার ধোলাইঘাট বাজারে অপর দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাঁর ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহাতাব গুরুতর আহত হন। পরে তাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অনির্বাণ ভৌমিক জানান, দুপুর ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাহাতাব উদ্দিনকে স্থানীয়রা মেডিকেলে নিয়ে আসেন। তবে পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়েছে। নিহত মাহাতাব উদ্দিনের মরদেহ পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘ঘাতক চালক পালিয়ে গেলেও ইজিবাইকটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’




Comments