চুয়াডাঙ্গা সদর উপজেলায় অবৈধভাবে মজুদ ও গোপনে পরিবহন করার সময় ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে জেলা কৃষি বিভাগ। এ ঘটনায় সারের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত সার ব্যবসায়ী শামীম রেজাকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার ৮ নভেম্বর রাত সাড়ে দশটা নাগাদ ব্যবসায়ী শামীম রেজা একটি ট্রাকে করে ৪০০ বস্তা ইউরিয়া সার তার গোষ্ঠবিহার গ্রামের গুদামে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথে ভুলবশত ট্রাকটি অন্য রাস্তায় ঢুকে খাদে পড়ে যায়। স্থানীয়দের তৎপরতায় বিষয়টি জানাজানি হলে উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবালসহ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং কাগজপত্রবিহীন সারগুলো জব্দ করেন।
রোববার (৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী শামীম রেজাকে হাজির করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ সার মজুদকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




Comments