নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫( নবীনগর) আসনে এডভোকেট এম এ মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিএনপির একাংশ। রোববার (৯ নভেম্বর) দুপুরে নবীনগর উপজেলার (নবীনগর-কোম্পানিগঞ্জ) সড়কে শতশত নেতাকর্মী ও সমর্থকরা সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করতে দেখা গেছে ।
এর আগে ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর ২৩৭টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেন। এতে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নানের নাম ঘোষণা করে দলটি। ঘোষণার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনীতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হাসান তাপসের অনুসারীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। তারা লাগাতার বিক্ষোভ মিছিল, ঝাড়ু মিছিল ও মানববন্ধন করছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়য়া জেলা বিএনপির সদস্য, আবু সাঈদ, জেলা বিএনপির সদস্য হযরত আলি, বিএনপি নেতা ও নবীনগর পৌর সভার সাবেক মেয়র মাঈনউদ্দিন মাঈনু, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করে। কিন্তু দীর্ঘদিন ধরে জনবান্ধব কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে নবীনগর উপজেলার বিএনপির কাণ্ডারি হিসেবে পরিচিত কাজী নাজমুল হাসান তাপসকে দল মনোনয়ন না করায় নবীনগরবাসীর জনমনে হতাশা সৃষ্টি হয়েছে।
কাজী নাজমুল হাসান তাপসের নেতৃত্বে নবীনগরে বিএনপি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তাকে প্রার্থী ঘোষণা করলে শুধু নবীনগর নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আরও শক্তিশালী হবে বলে দাবি করেন তারা।




Comments