Image description

রাজশাহীর মোহনপুরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় এক ড্রাইভারকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা অনুমানিক ৭ টা ৩০ মিনিটে মোহনপুর থানার শিয়ালকোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত অটো ড্রাইভার মোঃ ফজলুল রহমান (৩৫), পিতা ইব্রাহিম আলী, গ্রাম অমৃতপুর, থানা তানোর, জেলা রাজশাহী। তিনি প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহন করছিলেন। বিকেলে রাজশাহী থেকে যাত্রী নিয়ে মোহনপুর থানার শিয়ালকোলা বাজারে নামিয়ে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা ২-৩ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ড্রাইভার বাধা দেন। এ সময় দুর্বৃত্তরা তার গলায় ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় ফজলুল রহমান কোনোভাবে তিলাহারি গ্রামের দিকে এসে পড়লে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহত ড্রাইভারের গলার শ্বাসনালীর অংশ কেটে গেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। ধারণা করা হচ্ছে, অটো চার্জার ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে মোহনপুর থানার ওসি আতাউর রহমান (তদন্ত) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিকটিমের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত ছিনতাইচেষ্টা বলেই ধারণা করা হচ্ছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে বলে জানিয়েছে থানা পুলিশ।

স্থানীয় সচেতন মহল এমন নির্মম ছিনতাইচেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।