ময়মনসিংহের গৌরীপুরে সেনাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র রামদাসহ চারজন আটক। রবিবার সকাল সাড়ে ১০টার সময় পৌর শহরের ইসলামাবাদ মহল্লার পরিত্যক্ত প্রত্যাশা যুব কল্যাণ সংঘে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো; গৌরীপুর পৌর শহরের পূর্ব দাপুনিয়া মহল্লার রফিকের ছেলে হাবিব (১৭), মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ শামীম (২৯), মৃত শাহজাহানের ছেলে মামুন (২৫), পশ্চিম কাউরাট গ্রামের মাজেদ আলীর ছেলে মোঃ আফাজ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ দিদারুল ইসলাম বলেন, এই অভিযানে আটককৃতদের ৩২টি দেশীয় অস্ত্র রামদাসহ সেনাবাহিনী গৌরীপুর থানায় হস্তান্তর করে। কী কারণে এই অস্ত্র রাখা হয়েছিলো তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা চলমান।




Comments