Image description

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠুর উদ্যোগে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার (৯ নভেম্বর) কুচাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে মতবিনিমিয় সভায় সভাপতিত্ব করেরন মোঃ মইন উদ্দিন ও সঞ্চালনা করেন তোহেল আহমদ।  

সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ মিঠু বলেন, “আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে চা শ্রমিকদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। অথচ তাদের ন্যায্য অধিকার, অনুদান ও সুযোগ-সুবিধা প্রদানে নানা অনিয়ম ও বঞ্চনার শিকার হতে হচ্ছে। চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের জীবনমান উন্নয়নে সরকারের কোনো আন্তরিক উদ্যোগ দেখা যায় না।”

অনুষ্ঠানে চা বাগান এলাকার পঞ্চায়েত প্রেসিডেন্ট সঞ্জিত চৌহান ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, জুড়ী ভ্যালির সাধারণ সম্পাদক রতন পাল বক্তব্য রাখেন। তারা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে চা শ্রমিকরা আজও ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তারা চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সভায় বক্তারা আরও বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ।” অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।