Image description

বগুড়ার মোকামতলা মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে এনটিভির অনলাইন করেসপন্ডেন্ট খালিদ হাসান সভাপতি ও মানবজমিনের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ইফতেখায়রুল ইসলাম রানা সাধারাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

শনিবার রাত ৮টায় মোকামতলা ভাই ভাই নিউ মার্কেটে অবস্থিত প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে উক্ত নির্বাচনে সহ সভাপতি পদে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি কনক দেব, আমার সুন্দর দেশ পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রভাতের আলো পত্রিকার হারুন অর রশিদ লিটন, চাঁদনি বাজার পত্রিকার রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি মিনহাজ আলী, দপ্তর সম্পাদক পদে জয়যুগান্তর ও ঢাকা টাইমস পত্রিকার প্রতিনিধি ওয়াসিম আহমেদ, প্রচার সম্পাদক প্রত্যাশা প্রতিদিনের সাবিত হাসান, নির্বাহী সদস্য পদে শফিউল আলম ডিউ, রায়হান আলী ও রুহুল আমীনকে নির্বাচিত করা হয়।