সীতাকুণ্ডে বিদেশি সিগারেটসহ প্রাইভেট কার জব্দ, আটক ৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা চোরাচালানকৃত তিনহাজার প্যাকেট বিদেশি মন্ড এবং ম্যানচেস্টার কুইন সিগারেট, একটি ল্যাপটপ এবং চোরাচালানকৃত পণ্য বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। এসময় ৪জনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার রাত ১২টার দিকে উপজেলার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে এ অভিযান পরিচালনা করা হয়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড) সার্কেল নেতৃত্বে গোপন সংবাদের সূত্রে ধরে মহাসড়কে অভিযান পরিচালনা করি। এসময় একটি প্রাইভেট কার আটক করে তল্লাশী চালিয়ে বিদেশি মন্ড এবং ম্যানচেস্টার কুইন সিগারেট এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এসময় গাড়িটি জব্দ করা হয় এবং এ ঘটনায় ৪জনকে আটক করা হয়।
উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ৪ জনকে আদালতে প্রেরণ করা হয়।




Comments