কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শাকতলী ভূঁইয়া বাড়ির বাসিন্দা ও কালাচৌঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুল হক ভূঁইয়া (৫৫) সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে তিনি রাজনৈতিক মামলার হাজিরা দিতে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। পথে কুমিল্লার রতনপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত মাহবুল হক ভূঁইয়া ছিলেন এলাকার একজন সৎ, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে পরিচিত। তাঁর অকাল মৃত্যুতে সহকর্মী শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




Comments