খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব আ স ম জামশেদ খোন্দকারকে।
গত শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে খুলনাসহ দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অপরদিকে খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ার জেলা প্রশাসকোর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি খুলনা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে গত ৩১ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন।




Comments