বেনাপোল স্থলবন্দরকে সুরক্ষিত রাখতে 'অগ্নি দুর্ঘটনা' প্রতিরোধে এক অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বেনাপোল স্থলবন্দরের ১নং শেড এর সামনে এই মহড়া অনুষ্ঠিত হয়।বেনাপোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর ব্যবস্থাপনায় মহড়াটি দেখানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মোঃ শামীম হোসেন,উপ-পরিচালক সজীব নাজির, উপ-পরিচালক রুহুল আমিন, বন্দরের ফায়ার ইনচার্জ মোঃ শাহিন হোসেন, ফায়ার স্টেশন অফিসার শার্শা উপজেলা বায়জিদ বোস্তামি, স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক সংগঠনের সদস্যরা।
বেনাপোল স্থলবন্দর দেশের বৃহত্তম স্থলবন্দর এবং কেপিআইভুক্ত স্থাপনা। বন্দরে শত শত কোটি টাকার আমদানিকৃত ও রপ্তানিযোগ্য পণ্য সংরক্ষিত থাকে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ঢাকা এয়ারপোর্টে আগুন ধরার পরে আমরা বেনাপোল বন্দরেও সতর্কতা অবলম্বন করছি।
অগ্নিকাণ্ডের মতো ঘটনা বেনাপোল বন্দরে যাতে না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ বেনাপোল বন্দর এলাকায় আগুন নেভানোর পদ্ধতি শেখানোর জন্য একটা মহড়ার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া বন্দরে প্রবেশরত ট্রাক চালক,লেবার, সিঅ্যান্ডএফ ও ট্রান্সপোর্ট কর্মকর্তা কর্মচারিদের অগ্নি দুর্ঘটনার রোধে সতর্কতা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর চট্টগ্রাম বন্দরের ভেতরে ধূমপান করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তারই ধারাবাহিকতায় বেনাপোল বন্দরের অভ্যান্তরে যাতে কেও ধুমপান না করার জন্য সতর্কতা করা হচ্ছে।




Comments