ঢাকার সাভারে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, সাভারের আনন্দপুর এলাকার আমির হোসেনের ছেলে মো. পিয়ুশ (২১), পাবনার আতাইকুলা থানার সরগাঁও গ্রামের মৃত আমিনুলের ছেলে ও বর্তমানে আনন্দপুর সিটিলেনের বাসিন্দা রাব্বি (২০), রাজবাড়ীর পাংশা উপজেলার বশাই সমেশপুর গ্রামের হেলাল শেখের ছেলে শাকিল (২৪), সাভারের আনন্দপুর সিটিলেন এলাকার সামাদের ছেলে সোহাগ (১৯), একই এলাকার আজগর আলী ওরফে সোহেলের ছেলে সালমান (২২), পশ্চিম রাজাশনের আব্দুল হামিদের ছেলে ফেরদৌস হোসেন রুবেল (২৮), ধামরাই উপজেলার বোয়াইল ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চর শুংঘর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. শরিফুল ইসলাম (৩২), আনন্দপুর এলাকার আক্কেল আলীর ছেলে আমির হোসেন (৫০), মাঝিরদিয়া এলাকার মৃত গোপাল বাবু রাজবংশীর ছেলে ও কাউন্দিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিত্য বাবু রাজবংশী (৫৫), রামচন্দ্রপুর ছাগিপাড়া এলাকার মো. হান্নান সরকারের ছেলে মো. টিপু সুলতান (২৭), বক্তারপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে ও সাভার উপজেলা ছাত্রলীগের সদস্য শামীম আহমেদ জয় (২৯) এবং কলমা পশ্চিম এলাকার মো. ইসমাইল মিয়ার ছেলে ও সাভার উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য মো. মিজানুর রহমান ওরফে রাসেল (৪২)।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে সাভারের মজিদপুর খশরুবাগান চাঁদ আবাসিক হোটেল গলির প্রবেশমুখে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লোকাল লেনে সমবেত হয়ে তারা ঝটিকা মিছিলের চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় শেখ হাসিনাসহ আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের ছবি সম্বলিত একটি ব্যানারও জব্দ করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করছিলেন। তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নাশকতা মামলার প্রস্তুতি চলছে।




Comments