গাইবান্ধার সাদুল্লাপুরে দুধ কোমর বিল থেকে মিলন শেখ (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের দুধ কোমর বিলের নয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মিলন শেখ ওই ইউনিয়নের তরফ জাহান গ্রামের দুলা শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতে কাজ করতে গিয়ে এক কৃষক বিলের পানিতে ভাসমান অবস্থায় মিলন শেখের মরদেহ দেখতে পান। তিনি দ্রুত বিষয়টি স্থানীয়দের জানালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।’




Comments